Home / মিডিয়া নিউজ / ফণীর হাত থেকে কুকুরদের বাঁচাতে যে আবেদন স্বস্তিকার

ফণীর হাত থেকে কুকুরদের বাঁচাতে যে আবেদন স্বস্তিকার

শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ভারতের ওড়িশা উপকুলে আছড়ে পড়ে শক্তিশালী

ঘূর্ণিঝড় ফণী। সব থেকে ক্ষতিগ্রস্ত পুরী, জগৎসিংপুর, কেন্দপড়া, খুরদা রোড।

সাক্ষীগোপালে ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। ঘূর্ণিঝড় মোকাবিলায় নেমেছে প্রশাসন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা দল।

প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতিতে যেন সকলে সুরক্ষিত থাকেন, এমন প্রার্থনাই করেছেন টালিগঞ্জের সেলিব্রিটিরা। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্বস্তিকা, শুভশ্রীসহ বহু তারকা ট্যুইট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সবাইকে অনুরোধ করে অভিনেত্রী স্বস্তিকা টুইটারে লিখেছেন, ‘এই ভয়াবহ পরিস্থিতিতে অন্তত আগামী ২-৩ দিন দয়া করে রাস্তার কুকুরদের জন্য আপনার বাড়ির মেন গেট খুলে রাখুন। যাতে তারা সেখানে আশ্রয় নিতে পারে।’

Check Also

ফের বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রীর নাম আফসানা চৌধুরী, ডাকনাম শিফা। ইডেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *