Home / মিডিয়া নিউজ / হোটেলে বকেয়া ৪ লাখ টাকা না দিয়েই পালালেন ভারতীয় অভিনেত্রী!

হোটেলে বকেয়া ৪ লাখ টাকা না দিয়েই পালালেন ভারতীয় অভিনেত্রী!

হোটেলের টাকা না দিয়ে বিতর্কে জড়ালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা গান্ধী।

তাও দু’পাঁচ হাজার টাকা নয়, অভিযোগ বেঙ্গালুরুর বিলাসবহুল হোটেলে

সাড়ে চার লক্ষ টাকার বিল না মিটিয়ে কেটে পড়েন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, পূজা বেশ কয়েক দিন বেঙ্গালুরুর ওই হোটেলে ছিলেন। কিন্তু হোটেলে বিল বাড়তেই তিনি সবার চোখ এড়িয়ে হোটেল ছেড়ে চলে যান। হোটেল ম্যানেজমেন্ট একথা জানতে পেরে স্থানীয় থানায় এই অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করেন।

কন্নড় এই অভিনেত্রী তামিল ও মালয়ালম ছবিতেও কাজ করেন। পূজার বিরুদ্ধে সমন জারি করা হয় এর পরেই। পরেই পূজা প্রথম ধাপে ২ লক্ষ টাকা বিল মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

দক্ষিণ ভারতের একটি দৈনিক সূত্রে খবর, পূজা হোটেল ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন বিলের বাকি অংশ মিটিয়ে দেওয়ার জন্য তাকে কিছুটা সময় দিতে। তবে এই প্রথমবার নয়।

এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। দক্ষিণ ভারতীয় ছবির জগতের এক প্রযোজক কিরণও পূজার নামে প্রতারণার অভিযোগ এনেছিলেন।

Check Also

ফের বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রীর নাম আফসানা চৌধুরী, ডাকনাম শিফা। ইডেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *