





সত্যিই পালিয়ে বিয়ে করবেন প্রভা! তা করলে কেনই বা তিনি এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এমন প্রশ্ন






তার ভক্তদের মনে ঘুরপাক খেলছে। যত দূর জানা যাচ্ছে তাতে সত্যিই প্রভা পালিয়ে বিয়ে করতে যাচ্ছেন।






তবে সটা বাস্তবে নয়, বরং পালিয়ে বিয়ে করার দৃশ্যে দেখা যাবে প্রভাকে। ‘তাহলে’ শিরোনামের একটি
নাটকে তানভীরের সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করবেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন শান্তা রহমান। এটি আসছে ভালোবাসা দিবসে যেকোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান তিনি। নাটকের গল্পটা এমন- প্রভা এবং তানভীর দু’জনই দু’জনকে ভালোবাসে। তানভীর পড়াশুনা শেষ করে চাকরি খুঁজতে থাকে। ওদিকে প্রভার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু হয়।
কিন্তু তানভীর প্রভাকে সরাসরি জানিয়ে দেয় বিয়ে করতে পারবে না। প্রভা কোনোভাবেই বিষয়টি মানতে নারাজ। পরিবারের অগোচরে শেষে দু’জনেই কাজী অফিসে যায়। পালিয়ে বিয়ে করার সময় শুরু হয় নানান নাটকীয়তা। ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। বাকিটা ভালোবাসা দিবসে দেখা যাবে টিভি পর্দায়।