Home / মিডিয়া নিউজ / মডেল ঈশিকাকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়েছিল

মডেল ঈশিকাকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়েছিল

মডেল ও অভিনেত্রী ঈশিকা খান ও তার পরিবারকে ঘুমের ওষুধ খাইয়ে বাসায় থাকা স্বর্ণালঙ্কার ও

নগদ টাকা নিয়ে পালিয়েছে গৃহকর্মী। ২৬ জুলাই সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঈশিকা।

তিনি বলেন, ’আমাদেরকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়েছিল কাজের মেয়ে। তারপর রাতে ঘুমাতে গেলে এরপর আর কিছু টের পাই নি। পরে সকালে উঠে আমি অসুস্থ হয়ে গেলে স্কয়ার হাসপাতালে ভর্তি হই। কিন্তু সন্ধ্যার দিকে বাসায় এসে কাজের মেয়ে না পেয়ে ঘরের সব কিছু দেখে বুঝি সে আমার বিয়ের সব স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে এবং নগদ টাকাও নিয়ে গেছে। মা সঙ্গে সঙ্গে থানায় জিডি করে আসছেন।’ ঈশিকা জানান, ’স্বর্ণালঙ্কার প্রায় ৩৮ ভরি আর নগদ টাকা প্রায় ১ লক্ষ ছিল’।

Check Also

‘নিরপেক্ষতার ঘাটতিতে অযোগ্য লোকেরা পুরস্কার পায়’ : তৌকির আহমেদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ সালে ’অজ্ঞাতনামা’ ছবির জন্য সেরা কাহিনিকারের পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা তৌকির …

Leave a Reply

Your email address will not be published.