





ছোট পর্দার প্রিয়মুখ শ্যামল মাওলা। এ সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। অসংখ্য






নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। বড় পর্দাতেও কাজের অভিজ্ঞতা আছে এই অভিনেতার।






এ বছর ওয়েব প্লাটফরমের কাজ দিয়ে আলোচনায় ছিলেন শ্যামল। দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানাও।






এরমধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে ‘মানি হানি’ ও ‘মাইনকার চিপায়’। এসব কাজের স্বীকৃতিস্বরূপ বছরের শেষের দিকে এসে শ্যামল ডাক পেলেন চলচ্চিত্রে অভিনয়ের।






প্রস্তাবটা আসে গুনী নির্মাতা তৌকীর আহমেদের কাছ থেকে। সিনেমাটির নাম ‘স্ফুলিঙ্গ’। অভিনেতাও সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব লুফে নেন। এতে একজন ছাত্রের ভূমিকায় অভিনয় করছেন তিনি। বর্তমানে সিনেমাটির শুটিংয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন শ্যামল। শুটিংয়ের ফাঁকে তিনি বলেন, ‘গেরিলা’র পর ‘ইতি তোমারই ঢাকা’ করেছিলাম। এরপর এখন ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় অভিনয় করছি। এ ছবির টানা শুটিং করছি প্রতিদিন। এই সময়ে কাজ ছাড়া মাথায় আর কিছুই আসছে না। চেষ্টা করছি ভালোভাবে কাজটি শেষ করার। সামনে আর নতুন কী কী কাজ আছে? শ্যামল মাওলা বলেন, বেশ কিছু কাজ রয়েছে সামনে। এরমধ্যে জি ফাইভের দুটো ওয়েব সিরিজ করবো। সেগুলোর শুটিং হবে সামনে। এছাড়া ‘মানি হানি’র সিক্যুয়ালও করবো। আর এই সিনেমার আগে তৌকীর আহমদেরই একটি ধারাবাহিক নাটকে কাজ করেছি। এখন ‘স্ফুলিঙ্গ’র শুটিং থাকায় নাটকের সেই শুটিং থকে আপাতত বিরতিতে আছি। সব মিলিয়ে কাজের ওপরই আছি। এ ব্যাপারে শ্যামল বলেন, সিনেমাটির কাজ শেষ করেই আবার নাটকের কাজ শুরু করবো। সিনেমা, নাটক না ওয়েব সিরিজ। কোথায় থিতু হতে চান? শ্যামল বলেন, অভিনয়ে থিতু হতে চাই। নাটক, সিনেমা বা ওয়েব সিরিজ কোনোটার প্রতি আমার আলাদা করে আগ্রহ নেই। অভিনয়ের ভালো সুযোগ থাকেলে সেটা যে কোনো প্লাটফরমেরই হোক না আমি কাজ করবো। এদিকে কদিন আগেই বিয়ে করেছেন এ অভিনেতা। সংসার কেমন চলছে? শ্যামল মাওলা বলেন, ভালো কাটছে। কাজ ও সংসার নিয়েই চলে যাচ্ছে সময়।