





ক্যামেরার সামরে কোনো আপত্তিকর শব্দ বা গালি দিতে পারেন না শাহরুখ খান! সম্প্রতি এক






সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। তারকাদের কত অদ্ভুত ধরণের সমস্যাই না থাকে! তেমনি






বলিউড তারকা শাহরুখ খানেরও আছে অদ্ভুত একটি সমস্যা। তা হলো ক্যামেরার সামনে গালি দিতে না পারা। এমনকী কোনো আপত্তিকর শব্দ বা বাক্য বলতেও সংকোচবোদ করেন তিনি!






আইএনএস জানায়, চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়াকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন শাহরুখ খান। এ সময় তিনি বলেন, “ক্যামেরার সামনে কোনো গালি বা আপত্তিকর শব্দ উচ্চারণ করতে পারি না আমি। আমার বেশ অস্বস্তি লাগে। এমনকি কোনো অভিশাপ বা বৈষম্যমূলক কোনো সংলাপ থাকলে তাও বলতে সংকোচ হয় আমার।”
শুধু তাই নয় ‘দেবদাস’ সিনেমায় ‘দুষ্টু’ কথাটি বলতেও নাকি বেশ সমস্যা হয়েছিলো তার! বিশাল ভারদওয়াজের সিনেমার নামও (কামিনে: দ্য স্কাউন্ড্রেল) ক্যামেরার সামনে বলতে পারবেন না বলে জানান তিনি।
সামনেই মুক্তি পাচ্ছে শাহরুখের সিনেমা ‘রইস’। এতে তার বিপরীতে অভিনয় করছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।