





সিনেমার গল্পে নায়িকা অপহরন তো অহরহই হয়ে থাকে, তবে বাস্তব জীবনে সেই অপহরনের সাথে






দেখা মেলেনা নায়িকাদের। কিন্তু এবার সিনেমার গল্পের মতই প্রকাশ্যে একদল সন্ত্রাসী অপহরণ করেছে






সিনেমার নায়িকাকে! তবে সিনেমার মত কোন নায়ক আসেনি এই নায়িকাকে গুন্ডাদের হাত থেকে উদ্ধারে।






আবারও চলন্ত গাড়িতে শ্লীলতাহানির ঘটনা ভারতে। মালয়ালম ছবির অভিনেত্রী ভাবনাকে অপহরণের পর গাড়িতেই শ্লীলতাহানি করা হয়েছে। নায়িকার প্রাক্তন গাড়ি চালক সুনীল এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন ভাবনা। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। তবে শ্লীলতাহানির বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত শুক্রবার রাতে কোচি শহুরে গাড়ি নিয়ে বের হয়েছিলেন নায়িকা। সঙ্গে ছিলেন গাড়ি চালক মার্টিন। ঠিক সেই সময় কয়েকজন দুর্বৃত্ত গাড়ি থামিয়ে মার্টিনকে ফেলে নায়িকাকে অপহরণ করেন। গাড়িতে ভাবনাকে আটকে রেখে প্রায় দেড় ঘণ্টা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে দুর্বৃত্তরা। এসময় নায়িকার শ্লীলতাহানি করে তার আপত্তিকর ছবি ও ভিডিও তোলা হয়। তারপর রাত সাড়ে দশটায় পালারিভাত্তম এলাকায় ভাবনাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভাবনার দাবি, এর পর তিনি নিজেই গাড়ি চালিয়ে পরিচিত এক প্রযোজকের বাড়িতে যান। নায়িকার দাবি, তার প্রাক্তন গাড়ি চালক সুনীলই এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। বর্তমান গাড়ি চালক মার্টিনকেও আটক করেছে পুলিশ। তদন্তকারীদের একাংশের দাবি, ভাবনার এখনকার গাড়ি চালক মার্টিনেরও এই ঘটনায় হাত থাকতে পারে। তবে মূল সন্দেহভাজন ভাবনার প্রাক্তন গাড়ি চালক সুনীলই। তার খোঁজে তল্লাশিও চলছে বলে জানিয়েছে পুলিশ।