Home / মিডিয়া নিউজ / হঠাৎ ছেলেকে নিয়ে স্বর্ণ মন্দিরে কিং খান

হঠাৎ ছেলেকে নিয়ে স্বর্ণ মন্দিরে কিং খান

শুধুমাত্র সেলুলয়েডের নন। বাস্তবেও তিনি রিয়েল হিরো। সোমবার ছেলে আব্রাহামকে নিয়ে পাঞ্জাবের

স্বর্ণ মন্দিরে প্রবেশ করে এই বার্তাই দিলেন শাহরুখ খান। তবে এদিনের ‘শো’য়ে বাবাকে ছাপিয়ে বাজিমাত আব্রাহামের।

স্বর্ণ মন্দিরে আসলে মনের অনেক শান্তি মেলে বলে এদিন জানান বলিউড বাতশা। তিনি আরও বলেন, ‘এর আগে বহুবার ছবির প্রচারের জন্য পাঞ্জাবে এসেছি। এখানে এলেই একবার করে স্বর্ণ মন্দিরে আশীর্বাদ নিতে আসি।’

শাহরুখ খানের সঙ্গে এদিন দেখা যায় তাঁর ছোট ছেলে আব্রাহামকে৷ সেই বিষয়ে কিং খান বলেন, ‘অবসরের সময়ে আব্রাহামের সঙ্গে অনেকটা সময় কাটাই৷ স্বর্ণমন্দিরে এসে সেউ খুব আনন্দ পেয়েছে৷ প্রসাদও খেয়েছে।’

Check Also

এক সময়ের জনপ্রিয় নায়িকা সোনিয়া এখন ধর্মকর্মে মনোযোগী, সবসময় পর্দা করেই চলাফেরা করেন

ঢাকাই ছবির নব্বই দশকের ব্যস্ত নায়িকাদের কাতারে ছিলেন সোনিয়া। তার অভিনীত বেশ কিছু ছবি ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *