Home / মিডিয়া নিউজ / ছেলের চাওয়া পূরণ করলেন চঞ্চল

ছেলের চাওয়া পূরণ করলেন চঞ্চল

অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধর জন্মদিন। যথারীতি জন্মদিনের আগে ছেলের কাছে জানতে চেয়েছিলেন, বাবার কাছে সে কী চায়?

ছেলে শুদ্ধ তখন ব্যস্ত অভিনেতা বাবাকে বলল, জন্মদিনে তাকে স্কুলে নিয়ে যেতে ও বাড়িতে নিয়ে আসতে হবে। আর সারা দিন তার সঙ্গে সময় কাটাতে হবে। ছেলের চাওয়া পূরণ করতে গতকাল দিনের সব ব্যস্ততাকে ছুটি দিয়েছিলেন চঞ্চল চৌধুরী।

সকাল থেকেই ব্যস্ত ছিলেন ছেলের ইচ্ছা পূরণ করায়। চঞ্চল বলেন, ‘আসলে কাজের চাপে ওকে কম সময় দেওয়া হয়। তাই জন্মদিনে ওর চাওয়াটা পূরণ করেছি। ওর ভালো লাগাটাই আসলে আমাদের ভালো লাগা।’

চঞ্চল চৌধুরী জানালেন, শুদ্ধ ৮ পেরিয়ে ৯ বছরে পা দিল। পড়াশোনা করছে একটি ইংরেজি মাধ্যম স্কুলে। ছেলের জন্মদিনের পরদিন অর্থাৎ আজ মঙ্গলবার থেকে আবার যথারীতি কাজে ফেরার কথা রয়েছে চঞ্চল চৌধুরীর। অভিনয় শুরু করবেন টেলিভিশনের জন্য নির্মিতব্য নতুন একটি ধারাবাহিকে।

Check Also

‘তুমি এতটা জনপ্রিয় আমার ধারণাই ছিল না’

বাবার আদর সোহাগে বেড়ে উঠেছেন, বড় হয়েছেন এবং একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীতে পরিণত হয়েছেন মেয়ে। বাবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *