





ঢাকাই সিনেমার আলোচিত নায়ক সাইমন সাদিক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সম্পাদক






হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। অভিনেতার বাইরে ব্যক্তি জীবনে খুব সাদামাটা একজন






মানুষ এই নায়ক। বিভিন্ন সময় তার করা ফেসবুক পোস্ট অন্তত তাই বলে। সোমবার (২১ মার্চ)






ফেসবুকে চারটি ছবি পোস্ট করেছেন সাইমন। যেখানে দেখা যাচ্ছে ফুটপাতের পাশে একটি অস্থায়ী রেস্তোরাঁ। সদ্য রান্না করা খাবার সাজিয়ে রাখা হয়েছে সেখানে। প্লেটে খাবার নিয়ে কেউ কেউ খাচ্ছেন। ছবির ক্যাপশনে সাইমন লিখেছেন, ‘পাঁচ তারকা হোটেলে ভাই জীবন নাই। জীবন জানার আর বোঝার জন্য নিজেকে জানতে হয়। সময় পেলেই যা আমি করতে চাই,তা হলো নিজেকে জানতে চাওয়া। সস্ত্রীক দুপুরের খাবার। আলহামদুলিললাহ।’
সাইমন জানান, সেগুন বাগিচার একটি ফুটপাতে স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন তিনি। ওই রেস্তোরাঁ দেখেই তার সেখানে খেতে ইচ্ছে করে। তারপর স্ত্রীসহ খেতে বসে যান। সেখানে খাওয়াটা দারুণ উপভোগও করেছেন তিনি। উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক গ্রামের বাড়িতে গেলেই নেমে পড়েন জলাশয়ে। কখনো কাদা সরিয়ে মাছ ধরেন। কখনো নেমে পড়েন ফুটবল মাঠে। কখনো আবার দল বেঁধে হাওরে ঘুরতে চলে যান, নেমে পড়েন সাঁতারে। এসব কারণে ভক্ত আর বন্ধু-স্বজনের কাছে বাড়তি ভালোবাসাও পান সাইমন। এবার মন জয় করলেন ফুটপাতের ওই রেস্তোরাঁ কর্মীদের।