





পবিত্র কাবা শরিফ পৃথিবীতে আল্লাহ তায়ালার জীবন্ত নিদর্শন। সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ তায়ালা






কাবাকে তাঁর মনোনীত বান্দাদের মিলনমেলা হিসেবে কবুল করেছেন। ঢাকাই সিনেমার এক সময়ের






জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এখন আর সিনেমায় দেখা যায় না তাকে। স্বামী-সংসার-সন্তান






নিয়ে ব্যস্ত দিন কাটে তার। মা অভিনেত্রী আনোয়ারার দেখাশোনাও করেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে মুক্তি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেন।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তি ফেসবুকে লিখেছেন, ‘পবিত্র কাবা শরিফে যাওয়ার জন্য মনটা কেমন ছটফট করছে। ইয়া আল্লাহ হজ করার তৌফিক দান করুন, আমিন।’
তাকে সম্প্রতি বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের দিন দেখা গিয়েছিল। ভোট দিতে এসেছিলেন। সঙ্গে ছিলেন মা অভিনেত্রী আনোয়ারা।
মুক্তি ‘চাঁদের আলো’ সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে সিনেমায় আসেন। এর আগে গৌতম ঘোষের ‘পদ্মানদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মুক্তির।